ছুটি শেষে আজ খুলছে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক ২৪ ও মাদরাসা ২৬ জুন

By Desk
Published On: June 22, 2025 12:24 PM
Primary School Reopn After Eid 2025

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির অবসান ঘটিয়ে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজ রোববার (২২ জুন) থেকে পুনরায় শুরু হচ্ছে ক্লাস। একই সঙ্গে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার দিন নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার (২৪ জুন)। আর মাদরাসাগুলো চালু হবে আগামী ২৬ জুন থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু ২২ জুন

এবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো টানা ২৩ দিন বন্ধ ছিল। ছুটি শুরু হয় ১ জুন থেকে। তবে সাপ্তাহিক বন্ধের কারণে শেষ ক্লাস হয় ২৯ মে। এই বিরতি শেষে ২০ জুন থেকে ক্লাস শুরুর কথা থাকলেও তা ছিল শুক্রবার, ফলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে আজ ২২ জুন (রোববার) থেকে শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও ফিরছে কার্যক্রম

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটিও শুরু হয় ১ জুন এবং শেষ হয় ১৯ জুন। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম শুরু হচ্ছে আজ ২২ জুন থেকে। দেশের সকল সরকারি ও বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউটে আজ থেকে আবারও পাঠদান শুরু হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয় খুলবে মঙ্গলবার

দেশজুড়ে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ছুটি শুরু হয়েছিল জুনের প্রথম সপ্তাহে। ঈদুল আজহা এবং গ্রীষ্মের ছুটি মিলিয়ে মোট ২১ দিনের অবকাশ শেষে ২৪ জুন (মঙ্গলবার) থেকে আবারও ক্লাস শুরু হবে। শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছুটির সময় শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক বা প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল

মাদরাসা খুলবে ২৬ জুন

সরকারি আলিয়া মাদরাসা এবং স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোতেও ঈদ ও গ্রীষ্মের একত্রিত ছুটি শুরু হয়েছিল ১ জুন থেকে, যা চলবে ২৫ জুন পর্যন্ত। তাই এসব প্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শুরু হবে ২৬ জুন (বুধবার) থেকে।

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ এই সপ্তাহেই

কলেজে ক্লাস চলছে আগেই

এদিকে, দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে গত ১৩ জুন থেকেই পাঠদান শুরু হয়েছে। কলেজ পর্যায়ে ছুটি কম হওয়ায় ঈদের ছুটির পরপরই যথারীতি ক্লাস শুরু হয়ে গেছে।

দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছে, যা শিক্ষা কার্যক্রমে গতি আনবে বলে আশা করা হচ্ছে। সময়মতো ক্লাস শুরু ও পাঠদান নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বলেও জানা গেছে।

Leave a Comment