দীর্ঘ অপেক্ষার পর সম্পন্ন হয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (MES) এর বিভিন্ন পদের লিখিত নিয়োগ পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ২১ জুন, শনিবার। সারাদেশের ২০টিরও বেশি কেন্দ্রে একযোগে আয়োজিত এই এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ১ লাখ ২৪ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী।
এবারের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে MES কর্তৃপক্ষ ১৪তম থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ১৩২টি শূন্য পদে জনবল নিয়োগ করবে। পরীক্ষাটি সম্পূর্ণ ছিল এমসিকিউ ভিত্তিক, যা দ্রুত উত্তরপত্র মূল্যায়নের সুবিধা প্রদান করেছে। MES Result 2025 এখন প্রস্তুতির শেষ পর্যায়ে, এবং যেকোনো মুহূর্তে প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফলাফল কখন প্রকাশ হবে?
যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন—লিখিত পরীক্ষা যেহেতু এমসিকিউ ফরম্যাটে হয়েছিল, তাই উত্তরপত্র যাচাই করে দ্রুত ফলাফল প্রকাশের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই আপনি ফলাফল দেখতে পারবেন বলে প্রত্যাশা করা যাচ্ছে।
কিভাবে অনলাইনে দেখবেন MES Result?
যেহেতু এখনো ফলাফল প্রকাশ করা হয়নি, তাই আগেভাগে ফলাফল দেখার সঠিক নিয়ম জেনে রাখা গুরুত্বপূর্ণ। নিচে ধাপে ধাপে সহজভাবে দেখানো হলো কীভাবে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ফলাফল দেখে নিতে পারবেন:
- প্রথম ধাপ: ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট — mes.portal.gov.bd
- দ্বিতীয় ধাপ: ওয়েবসাইটের হোমপেজে গিয়ে “নোটিশ বোর্ড” অপশনে ক্লিক করুন।
- তৃতীয় ধাপ: খুঁজে বের করুন “২১ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ” শিরোনামের নোটিশ।
- চতুর্থ ধাপ: উক্ত লিংকে ক্লিক করুন এবং আপনার রোল নম্বর অনুযায়ী কাঙ্ক্ষিত পদের ফলাফল চেক করুন।
ফলাফল প্রকাশিত হলে আমরা এই পোস্টে চিত্রসহ রেজাল্ট সংযুক্ত করে দিব, যাতে আপনি আরও সহজে ফলাফল যাচাই করতে পারেন।
ফলাফল পরবর্তী ধাপ: ভাইভা পরীক্ষার প্রস্তুতি
যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের জন্য পরবর্তী ধাপ হলো ভাইভা পরীক্ষা। ভাইভা পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একইসাথে MES এর অফিসিয়াল ওয়েবসাইটেও সময়সূচি প্রকাশ করা হবে।
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিয়োগ পরীক্ষা ২০২৫ এর ফলাফল সামনে আসতে আর বেশিদিন নেই। চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমাদের সাইটেও। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।