HSC Exam 2025 পেছানোর দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ

By Desk
Published On: June 22, 2025 1:47 PM
Student Protest HSC Exam 2025

করোনা ও ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষা (HSC Exam 2025) পেছানোর দাবিতে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রোববার (২২ জুন) দুপুরে রাজধানীর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে তারা এই দাবিতে অবস্থান নেন।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। অনেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য এই ভাইরাসে আক্রান্ত। এছাড়া ডেঙ্গুর প্রকোপও উদ্বেগজনক হারে বেড়েছে। এমন অবস্থায় পরীক্ষা হলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে শিক্ষার্থীরা।

তাদের দাবি, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো অনুকূল পরিবেশ নেই। তাই তারা এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে করোনা পরিস্থিতি স্থিতিশীল হলে নতুন সময়সূচি ঘোষণার আহ্বান জানান।

আন্দোলনকারীদের তিন দফা দাবি:

  • এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের পরিবর্তে পিছিয়ে নেওয়া।
  • লোডশেডিং, বন্যা ও নিরাপত্তাজনিত কারণে পড়াশোনায় যে ব্যাঘাত ঘটেছে, তা কাটিয়ে উঠতে বাড়তি সময় দেওয়া।
  • এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাসের সুযোগ রাখার পাশাপাশি শিক্ষা বোর্ডের ঘোষিত ৩৩ দফা নির্দেশনা বাতিল করা।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

আরো পড়ুন: ছুটি শেষে আজ খুলছে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক ২৪ ও মাদরাসা ২৬ জুন

তবে পরীক্ষার এক সপ্তাহ আগে, ১৮ ও ১৯ জুন ফের ফরম পূরণের সুযোগ দেওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি এখন কতটা গুরুত্ব পায়, সেটাই দেখার বিষয়।

Leave a Comment