এইচএসসি পরীক্ষা ২৬ জুন: কেন্দ্রের ২০০ গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

By Desk
Published On: June 24, 2025 4:18 PM
HSC Exam 2025 No Electice Device

আগামী ২৬ জুন (বুধবার) থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে কঠোর সিদ্ধান্ত হলো—পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক কিংবা সংশ্লিষ্ট কোনো কর্মী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।

সম্প্রতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। এরপর আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁস কিংবা গুজব ছড়ানো, অথবা পরীক্ষার সময় পরীক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও দায়িত্ব পালনে যুক্ত করা হবে।

পরীক্ষার সময় কোনো ধরনের সাইবার অপরাধ বা গুজব ছড়ানো সংক্রান্ত অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার জন্য একটি হটলাইন নম্বর (০১৩২০০১০১৪৮) চালু রাখা হয়েছে, যা পরিচালনা করবে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি বাংলাদেশ।

এছাড়াও, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভাগকে আগে থেকেই জানিয়ে রাখা হবে, যাতে পরীক্ষাকালীন সময় বিদ্যুৎ বিভ্রাট না ঘটে।

প্রতিটি পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ কেন্দ্রে প্রবেশ করলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরির কারণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং তা প্রতিদিন সংশ্লিষ্ট বোর্ড ও কেন্দ্র কর্তৃপক্ষকে জানাতে হবে।

আরো পড়ুন: মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (Mes Result 2025) পরীক্ষার ফলাফল শিগ্রই

প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হলে, দেরির পরিমাণ অনুযায়ী অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে।

সবমিলিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে করে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা করা সম্ভব হয়।

Leave a Comment