গুগল পে আসছে বাংলাদেশে: উদ্বোধন মঙ্গলবার

By Desk
Published On: June 23, 2025 11:18 AM
Google Pay Launching in Bangladesh

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আগামী মঙ্গলবার, ২৪ জুন এক বিশেষ আয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবাটির উদ্বোধন করবেন।

এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সিটি ব্যাংক, যাদের সহযোদ্ধা হিসেবে থাকছে গুগল, মাস্টারকার্ড এবং ভিসা। সিটি ব্যাংকই হচ্ছে দেশের প্রথম ব্যাংক, যারা গুগল পের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছে।

প্রাথমিকভাবে, কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেট-এ যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও যুক্ত হলে দেশের আরও বড় অংশ এই সুবিধার আওতায় আসবে।

কীভাবে কাজ করবে গুগল পে?

গুগল পে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারবেন। শুধু ফোনটি পয়েন্ট-অফ-সেল (POS) মেশিনে ট্যাপ করলেই মুহূর্তের মধ্যে লেনদেন সম্পন্ন হবে—নগদ টাকা বা প্লাস্টিক কার্ড সঙ্গে রাখার ঝামেলা থাকবে না।

নিরাপদ ও ফি-বিহীন লেনদেন

লেনদেনের সময় গ্রাহকের আসল কার্ড নম্বরের পরিবর্তে টোকেন প্রযুক্তি ব্যবহার করা হবে, যা তথ্য সুরক্ষার দিক থেকে অত্যন্ত নিরাপদ। সবচেয়ে বড় সুবিধা হলো, গুগল পে লেনদেনে কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া হবে না।

ব্যবহার পদ্ধতি

  • ব্যবহারকারীর একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে
  • Google Pay অ্যাপ ডাউনলোড করতে হবে
  • সিটি ব্যাংকের মাস্টারকার্ড বা ভিসা কার্ড যুক্ত করতে হবে
  • এরপর দেশ বা বিদেশের যেকোনো POS টার্মিনালে ফোনটি ট্যাপ করেই পেমেন্ট করা যাবে

গুগল পে এর এই যাত্রা দেশের ডিজিটাল ফাইন্যান্সিং খাতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। প্রযুক্তি আর নিরাপত্তার সমন্বয়ে এই প্ল্যাটফর্ম হয়তো হয়ে উঠতে পারে আগামী দিনের সবচেয়ে জনপ্রিয় লেনদেন পদ্ধতি।

Leave a Comment