জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী।
ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ জুন থেকে এবং চলবে ১৫ জুলাই পর্যন্ত। প্রথম মেধাতালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী এবং উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম।
নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো—
১. অনলাইনে ভর্তি ফরম পূরণ ও সংগ্রহ
প্রথম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই ২৮ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে তা প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে “Applicant Login” > “Honours Login” অপশনে প্রবেশ করে আবেদন নম্বর ও পিন দিয়ে লগইন করে ফরম পূরণ করতে হবে।
২. ভর্তি নিশ্চয়ন ও পূর্বের ভর্তি বাতিল
যেসব শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে ভর্তি আছেন, তাদের অবশ্যই ৩ জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে তাদের এই শিক্ষাবর্ষে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে বিবেচিত হবে। এছাড়া সকল শিক্ষার্থীকে ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. তথ্য যাচাইয়ের গুরুত্ব
শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফরমে দেওয়া ছবি ও তথ্য অবশ্যই সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করতে হবে। কোনো গরমিল বা ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ভর্তি স্থগিত রেখে বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর জানাতে হবে।
৪. ভর্তি ফি জমা দেওয়ার নিয়ম
ভর্তি নিশ্চয়নের সময় শিক্ষার্থীদের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ ৫৬৫ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং চ্যানেল বা সরাসরি কলেজে এ অর্থ জমা দেওয়া যাবে ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে।
৫. নির্ধারিত সময়সীমা মানা অত্যন্ত জরুরি
সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ না করলে কিংবা দ্বৈত ভর্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে নির্দেশনা মেনে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে।